বালিয়াকান্দিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শনার্থীদের ভিড়

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-২৯ ১৫:৪৭:০৭

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জিয়েলগাড়া বিলে গত ২৮শে সেপ্টেম্বর বিকেলে নটাপাড়া-লক্ষনদিয়া যুব সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখতে দুুপুর থেকে বিলের মধ্যে কয়েক হাজার দর্শনার্থীদের ঢল নামে। 

 স্থানীয়রা জানায়, অনেক দিন পর এই বিলে নৌকা বাইচ হচ্ছে। এই এলাকায় নৌকা বাইচ উপলক্ষ্যে আত্মীয়-স্বজন এসেছে।

 দর্শনার্থীরা বলেন, বিলের মধ্যে নৌকা বাইচ হয়েছে। অনেক দর্শনার্থীরা এখানে আসতে পারেনি। বাইচ দেখার একমাত্র উপায় ছোট ছোট নৌকা করে বিলের মধ্যে আসা। তবে দীর্ঘদিন পর নৌকা বাইচ হয়েছে। কয়েক হাজার দর্শক এসেছে। নৌকা বাইচ প্রতিযোগিতামূলক হয়েছে। এমন আয়োজনে সরকারী পৃষ্ঠপোষকতার দাবী তাদের।

 নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক দেওয়ান উপস্থিত ছিলেন।

 তিনি বলেন, দীর্ঘদিন পর বালিয়াকান্দিতে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে দেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য প্রসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিকা রাখবে। এই বিলে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।

 এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ হাসান আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ইরমান হোসেন বাকি, জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রানা, সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর শেখ, জামালপুর ইউনিয়নের বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ জুমারত শেখ, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুন্নু মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা শাওন মন্ডল, উপজেলা যুবদলের নেতা শিমুল প্রমানিক ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিব বিল্লাহসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 আয়োজন কমিটির সভাপতি ও জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলিবদ্দিন খা বলেন, রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ৫টি বড় বাইচের নৌকা এবং ১০টি ডিঙ্গী নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাইচে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের মায়ের দোয়া নৌকা প্রথম স্থান এবং ডিঙ্গী নৌকার গ্রুপে মান্নান মন্ডল প্রথম স্থান অধিকার করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com