বানীবহে হাজী আরশাদ আলী সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান || ২০২৪-০৯-২৯ ১৬:০৮:১০

image

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকেলে যুব সংঘের আয়োজনে হাজী আরশাদ আলী সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 ফাইনালে পাবনা ফুটবল একাদশ রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো-পাবনা ফুটবল একাদশ, বালিয়াকান্দির একরজনা ফুটবল একাদশ, রাজবাড়ী সদরের মূলঘর ফুটবল একাদশ, বালিয়াকান্দির  তেতুলিয়া ফুটবল একাদশ, সদরের মিজানপুর ফুটবল একাদশ, বালিয়াকান্দির বহরপুর ফুটবল একাদশ, সদরের সূর্যনগর ফুটবল একাদশ ও স্বাগতিক আটদাপুনিয়া ফুটবল একাদশ।

 ফাইনালে টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি মোঃ আরিফ সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, দেলোয়ার হোসেন, আমিন মোল্লা ও আজিজুল কাজী প্রমুখ বক্তব্য রাখেন।

 আয়োজক কমিটির সভাপতি মোঃ আরিফ সরদার বলেন, দীর্ঘদিন এলাকায় তেমন কোনো খেলাধুলা হয় না। যার কারণে যুবসমাজ মাদকের মত ধ্বংসাত্মক নেশার দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে এই ধ্বংসের পথ থেকে রক্ষা করতে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত এই ফুটবল খেলার আয়োজন করেছি। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com