আব্দুল আজিজের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রফিকুল ইসলাম || ২০২৪-০৯-৩০ ১৫:০৪:২৩

image

 বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৩০শে সেপ্টেম্বর রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখা।

 সমিতির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকারের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান।

 এতে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, রাজবাড়ী জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আঃ সালাম, জেলা জজ আদালতের সরকারী কর্মচারী সমিতির সভাপতি সৈয়দ আলী আক্কাছ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিট শাখার উপদেষ্টা আঃ ওহাব, সমিতির রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি আঃ সাত্তার মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ জুলহাস, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাপ হোসেন, সংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, রাজবাড়ী সরকারী হাসপাতাল ইউনিটির সভাপতি মলি, শিক্ষা ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ ও সদস্য মোস্তফা আমীর প্রমুখ বক্তব্য রাখেন।

 আলোচনা শেষে মরহুম আব্দুল আজিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতির রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা আবু দাইয়ান জাহাঙ্গীর। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com