জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার ও সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা জরুরী। তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিকসহ বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com