রাজবাড়ীতে অপরহণের ১৫ ঘন্টা পর শিশু উদ্ধার॥মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-৩০ ১৫:০৬:৫০

image

রাজবাড়ীতে ১৪ বছর বয়সী রাজু মন্ডল নামে এক শিশুকে অপহরণের ১৫ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী আব্দুল্লাহ আল মামুন নামে ১জনকে গ্রেপ্তার করা হয়। 

 অপহৃত শিশু রাজু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের হাছেন মন্ডলের ছেলে। সে বারবাকপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

 অপহরনকারী আব্দুুল্লাহ আল মামুন ফরিদুপুর জেলার মধুখালী উপজেলার বামনদি গ্রামের মিজানুর শেখের ছেলে। 

 জানা যায়, গত ২৯শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুনসহ ৩/৪ জন রাজুদের বাড়ীতে এসে রাজুর মাদ্রাসার শিক্ষকের কথা বলে তাকে আলীপুর প্রধান সড়ক থেকে বাসে তুলে নিয়ে যায়। সেখান থেকে বাসে তুলে ফরিদপুরের দিকে যায়। দুপুরের দিকে রাজুর মা রেহানা বেগমকে ফোন করে অপহরনকারীরা তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানায়। ছেলেকে নিতে হলে ৫ লক্ষ টাকা  চাঁদা দাবী করে তারা। এ সময় ফরিদপুরের বিভিন্ন যানবাহনে তাকে নিয়ে ঘুরতে থাকে অপহরনকারীরা। রাজুর মা তাদের পারিবারিক অবস্থা খুব খারাপ জানিয়ে টাকার অংক কমিয়ে নিয়ে তার ছেলেকে ছেড়ে দিতে বলে। পরে তারা অন্য একটি নম্বর থেকে ফোন করে ৩ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তারা তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় ও বকাবাজি করে। এরপর অন্য আরেকটি নম্বর থেকে ২লক্ষ টাকা চাঁদা চেয়ে ছেলেকে নিয়ে যেতে বলে। পরে তাদের মোবাইল ফোন নম্বর গুলো বন্ধ পাওয়া যায়।

 শিশু রাজু মন্ডলের বড় ভাই রায়হান মন্ডল বলেন, তার ভাইকে অপহরণের পর সদর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১টার দিকে অপহরনকারীরা চাঁদা দাবী করে ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড়ে টাকা নিয়ে আসতে বলে। এ সময় ফোন পেয়ে তারা ৪জন ও কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় মুসলিম মিশন এলাকা থেকে রাজুকে উদ্ধার ও অপহরনকারী মামুনকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে আনা হয়। অপহরনকারী আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে রাজুর বাবা হাছেন মন্ডল বাদী হয়ে সদর থানায় অপহরন ও চাঁদা দাবী মামলা দায়ের করেছে।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজু মন্ডল নামে এক শিশুকে অপহরনের অভিযোগে তাকে ফরিদপুর পুলিশের সহযোগীতায় উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রাজুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রাজুকে আদালতে পাঠানো হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com