রাজবাড়ীতে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-৩০ ১৫:০৮:০৮

image

 “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব বক্তব্য রাখেন।

 সভায় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অঃ দাঃ) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ, এনজিও রাস-এর পরিচালক লুৎফর রহমান লাবু, কন্যা শিশু কানিজ ফাতিমা কেয়া, তাসনিম চৌধুরী, কন্যা শিশুর অভিভাবক মলিনা আক্তার ও আলেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম।

 মহিলা বিষয়ক অধিদপ্তরে শিক্ষক সাদমান সাকিব রাফির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মনজুরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক পলাশ ভৌমিক, কন্যা শিশু, কন্যা শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। আলোচকরা লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com