কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ হাট বাসষ্ট্যান্ড মোড়ে গতকাল ১লা সেপ্টেম্বর বিকেলে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ রাকিবুল হাসান রুমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আঃ রহমান ভেন্ডার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, বিএনপি নেতা মোঃ আবু তালেব, প্রভাষক আবু বকর সিদ্দিক, বোয়ালিয়া ইউপি জামায়াতে ইসলামীর আমীর মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক যুবদল সভাপতি আঃ রাজ্জাক রাজা, বোয়ালিয়া ইউপি যুবদলের সভাপতি জাহাঙ্গীর সরদার, হাবিবুর রহমান, মোঃ খোকন, হারুন অর রশিদ, হুমায়ুন কবির ও মুকুল বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন মনির হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গত ৫ই আগস্টের পূর্বে কিছু পুলিশ সদস্য দলীয় বাহিনী হিসেবে কাজ করায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিলো। বর্তমানে যদি কোনো পুলিশ সদস্য অযথা কাউকে হয়রানী করলে তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, মদ, গাজা এবং যারা নেশাগ্রস্ত তাদের সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, স্কুল কলেজগামী যে সমস্ত ছাত্ররা অযথা ঘোরাফেরা করে সে ব্যাপারে তাদের অভিভাবকদেরকে সতর্ক থাকতে হবে। যে কোনো ধরণের আইনি সহযোগীতা পেতে সরাসরি থানায় এসে আমার সাথে যোগাযোগ করবেন। কোন দালালের খপ্পরে না পড়ার জন্য অনুরোধ করেন তিনি।