বালিয়াকান্দিতে ৯ ও ১০ম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার || ২০২৪-১০-০২ ১৫:১৯:০৬

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।

 গতকাল ২রা অক্টোবর  বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমম্বয় পরিষদের আয়োজনে বালিয়াকান্দি পাইলট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই কর্মসূচী পালন করা হয়। 

 এতে স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহীন আল মাসুদের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, নিরুপম চৌধুরী, আব্দুর গাফফার, বিল্পব সিকদার, রফিকুল ইসলাম, বিল্পব পাল, সহকারী শিক্ষক আব্দুর সোবাহান ও দিলরুবা ইয়াসমীন পিংকি প্রমুখ বক্তব্য রাখেন।

 মানববন্ধনে বক্তারা বলেন, ৯ম ও ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার। প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। জাতি গঠনে শিক্ষার প্রথমস্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীতকরণ সময়ের দাবীতে পরিণত হয়েছে। তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড দিতে বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবী জানান শিক্ষকরা। 

 তারা আরো বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশ গঠনে সংস্কারের মহতি উদ্যোগ নিয়েছেন। আমরা চাই দেশ গঠনের এই সংস্কারটা শুরু হোক শিক্ষাখাত দিয়ে।  

 মানববন্ধন শেষে শিক্ষকরা বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com