রাজবাড়ী জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গত ১লা অক্টোবর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
জানা গেছে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই(সঃ), এটিএসআই হতে টিএসআই, এএসআই(সঃ) হতে এসআই (সঃ) পদে পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শৈলন চাকমাসহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com