বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
গতকাল ৩রা অক্টোবর সকাল ১০টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা শেষে বৃষ্টির মধ্যেই সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের পান্না চত্ত্বর এলাকা ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিশ্বের সকল মুসলিম উম্মাহর উদ্দেশ্য দোয়া করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আমীর ও ভাজনচালা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় সংগঠনটির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, মহাসচিব মাওলানা মাসুম বিল্লাহ নেছারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ নোমানী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মোসা ও সদস্য আবু উমর রাকিব প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা, উপজেলা ও পৌর শাখার ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।
এ সময় তিনি আল্লাহ, রাসূল(সাঃ) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রনয়ণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
তারা আরও বলেন, আমাদের দাবী হলো বিগত সরকারের আমলে হেফাজত ইসলামসহ ছাত্র-জনতার ওপর যেই নির্মম হত্যাকান্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে। এছাড়া জাতীয় পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটিতে আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ)কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা কোনো মুসলিম সহ্য করবে না। এ সময় ভারতে মহানবী(সাঃ) কে নিয়ে অবমাননাকর কথা ও বিজেপির দুই বিধায়ক কর্তৃক সমর্থনের তীব্র নিন্দা জানান সবাই।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com