রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির মতবিনিয়ম সভা গতকাল ৩রা অক্টোবর সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত হয়।
সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, কৃষক দলের সভাপতি আয়ুব আলী, সুলতানপুর ইউনিয়নের বাদল মোল্যা, নজরুল, সিদ্দিকুর রহমান, রিপন, জাহিদ মোল্যা, ওসমান, ইদ্রিস আলী, বিল্লাল, সম্রাট, আরিফ, হবিবর রহমান, রহিম সরদার ও মালেক সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এবং নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com