ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজা রাসূল (সাঃ)কে নিয়ে ব্যঙ্গ ও কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে রাজবাড়ী জেলার কালুখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর কালুখালী উপজেলা ইমাম কমিটি ও তাওহীদি জনতার আয়োজনে জুম্মার নামাজের পর থেকেই হাজারো ধর্মপ্রাণ মুসলমান ও তাওহীদি জনতা রেল স্টেশন চত্ত্বরে জমায়েত হতে থাকে। বিকেল ৩টায় কালুখালী রেল স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালুখালী উপজেলার প্রধান সড়ক ও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সভায় কালুখালী উপজেলা ইমাম কমিটি ও ওলামা কল্যাণ পরিষদের সভাপতি ও রতনদিয়া বাজার কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মালেক, উপজেলা ইমাম কমিটি ও ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও আস সুফফাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফিরোজ হোসেন, তোফাদিয়া কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান কবির কুতুব, উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ শহীদুল্লাহ ও ইমাম সিদ্দিকুর রহমানসহ অন্যান্য ইমামগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিশ্বের নেতা ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নেবে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসু(সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে। মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। রাসূলের (সাঃ) ইজ্জতের শানে যদি আবারও কেউ কোথাও এমন জঘন্য ঘৃণিত কাজ করেন সারাবিশ্বের মুসলমান নবী প্রেমে এক হয়ে পুরো বিশ্বে কঠোর আন্দোলন গড়ে তুলবে। রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com