রাজবাড়ীর শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গত ৩রা অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এই এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও নতুন এডহক কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য হয়েছেন নাইয়ার সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়, এছাড়াও প্রতিষ্ঠাতা কিংবা দাতা সদস্য বা বিদ্যোৎসাহী সদস্যদের মধ্যে থেকে ১জন সদস্য হবেন যা সভাপতি কর্তৃক মনোনীত হবেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য হবেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস। এই ৬মাসের মধ্যে নিয়মিত গর্ভনিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পূর্ণ করতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com