কালুখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১০-০৫ ১৫:১৬:২৮

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

 সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য রালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কালুখালী সরকারী কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক আবু বক্কর, বাংলাদেশের নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্বাস উদ্দিন ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com