রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের উদ্যোগে ‘শিক্ষকের কণ্ঠস্বর ঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা সরকারী কলেজ থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে র্যালী বের করা হয়। র্যালীটি পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ে মূল আলোচক হিসেবে পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ খলিলুর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম, পাংশা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মুদাচ্ছের হোসেন, পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জেল হোসেন, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুৃল মান্নান, পাংশা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান কে.এম মনোয়ারুল ইসলাম, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুস, কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান কবির, কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, রূপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক, তারাপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী ও কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আল আমিন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে পাংশার বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com