রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার প্রধান সড়কে ড্রেনের উপর দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণে নিম্নমানের পার্কিং টাইলস ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। যা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে।
এ প্রেক্ষিতে কাজ বন্ধ করে দিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা গেছে, গোয়ালন্দ শহরের জলাবন্ধতা দূর করা ও পানি নিষ্কাশন তরান্বিত করতে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি সাড়ে ৩ কিলোমিটারের ৭টি আরসিসি ড্রেন নির্মাণ করেছে গোয়ালন্দ পৌরসভা। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স কেকেআর এন্টারপ্রাইজ। তবে কাজটি মূলত করেন গোয়ালন্দ পৌরসভার একজন কমিশনারসহ গোয়ালন্দের কয়েকজন ঠিকাদার।
পৌরসভা সূত্রে জানা যায়, গোয়ালন্দ বাজারের তোরাই-এর দোকান থেকে বাজার রেলগেট পর্যন্ত নতুন রাস্তা ভেঙ্গে সেখানে ড্রেন নির্মাণ করা হয়।
রাস্তাটি চওড়া করতে পাশ দিয়েই আরো ৩৩৩ মিটার রাস্তা নতুন করে করতে এবং ১৯৬ মিটার ড্রেনের উপর টাইলস বসানোর জন্য একটি প্রকল্প তৈরি করা হয়। এ কাজের জন্য ৪৯ লাখ ৮৩ হাজার টাকা ধরা হয়। কাজটির দায়িত্ব পান গোয়ালন্দ উপজেলার সালাউদ্দিন চৌধুরীর মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ। কিন্তু টাইলসের কাজ শুরু হলেও ৩৩৩ মিটারের কাজটি যথাযথভাবে করা হয়নি।
সরেজমিনে আলাপকালে স্থানীয় কয়েকজন জানান, প্রথমদিকে টাইলসের কাজটি মোটামুটি ভালোই হচ্ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারী প্রতিষ্ঠান তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টাইলস ভেঙ্গে গেছে। ভাঙ্গা টাইলস হাতে নিয়ে সামান্য চাপ দিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার সালাউদ্দিন চৌধুরী বলেন, টাইলসগুলো স্থাপনের পর জমে শক্ত হওয়ার জন্য নূন্যতম সময় পাওয়া যাচ্ছে না। লোকজন তার উপর দিয়েই হাঁটা-চলা এবং রিকশা-অটোরিকশা আনা নেয়া করছে। এতে অনেক জায়গায় টাইলস ভেঙ্গে গেছে। তবে ভেঙ্গে যাওয়া টাইলস গুলো সরিয়ে ভালমানের টাইলস লাগিয়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, আমরা এখনো কোন বিল পাইনি, তাছাড়া সে সমস্ত স্থানে টাইলস ভাঙ্গা থাকবে সেগুলো মেরামত করে দিয়েই আমাদের বিল তুলতে হবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, ঠিকাদারকে বেশ কয়েকবার বলেছি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে বিল দেয়া হবে না। প্রয়োজনে পুনরায় এই কাজ করা হবে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ শোনা মাত্রই আমি কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। কাজের গুনগত মান নিশ্চিত করতে তিনি বিষয়টিতে নজর রাখছেন। তিনি আরও বলেন, নিম্নমানের কাজ করার কোন সুযোগ নেই।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com