তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৭ই অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের শিল্পকলা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজেস খান, রাজবাড়ী সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অচীন্ত কৃত্যে নিয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতাখার মজিদ।
আলোচনা সভা সঞ্চালনা করেন রাজবাড়ী গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান মাহফুজ ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আবাসন মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা। নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ণ ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় রেখে সকল শ্রেণী-পেশার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যাতায়াত ও নির্মল বিনোদনের সুযোগ সুবিধাসম্বলিত নগরায়ন করতে হবে। সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ আবাসন ও উন্নত নগর ব্যবস্থা চালু করতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com