রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি ওরফে মিতা(৩০) নামে এক যৌন কর্মীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
গত ৭ই অক্টোবর রাতে নিহত মিতার বাড়ীওয়ালা দবির উদ্দিন সরদার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে গোয়ালন্দ থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
নিহত সুমি ওরফে মিতা ঢাকা জেলার দোহার থানার নারিশা চৈতাবাতর গ্রামের মৃত আব্দুল কাদের ফকিরের মেয়ে।
গত ৬ই অক্টোবর গভীর রাতে দৌলতদিয়া যৌনপল্লীর দবির সরদারের বাড়ীর দোতলায় মিতাকে হাত-পা বেঁধে শ^াসরুদ্ধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা গেছে, গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেদ্দা গ্রামের ফরিদ হোসেনের ছেলে আকবর হোসেনের স্ত্রী ছিল মিতা। তার আরফিন(৫) নামে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী আকবর মাদকাসক্ত ছিল। তার অত্যাচারে অতিষ্ট হয়ে মিতা দৌলতদিয়া যৌনপল্লীতে এসে আশ্রয় নেয় এবং যৌন পেশায় নিয়োজিত হয়।
মিতার মৃত্যুর সংবাদ পেয়ে তার শ^শুর ফরিদ হোসেন রাজবাড়ীতে আসেন এবং সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর তিনি নিজ এলাকায় দাফনের উদ্দেশ্যে মিতার লাশ নিয়ে যান।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা জানান, সুমি ওরফে মিতা হত্যার সাথে জড়িতদের ব্যাপারে জোর তদন্ত চলছে।
অপরদিকে, মামলার বাদী দবির সরদার এ হত্যাকান্ডের ব্যাপারে সাংবাদিকদের এড়িয়ে চলছে। রাতের আধারে তার বাড়ীতে সুমি ওরফে মিতার মৃত্যু নিয়ে নানা রকম গুঞ্জন চলছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com