রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল ৮ই অক্টোবর দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ৫১তম গ্রীষ্মকালীন প্রতিযোগীতা শেষে বিকেলে উপজেলা পরিষদের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমদ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া ও আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন। পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের পূর্বে স্থাপিত লোহার গোলবারের জন্য নেট প্রদান করা হয়।