রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বাহাদুরপুর কালুর মোড় এলাকা থেকে গত ৭ই অক্টোবর দিনগত রাত ৩টার দিকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুই চিহ্নিত চোরকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার(৩৮) ও একই ইউনিয়নের ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে ফেলা খাঁ(২৬)।
এ সময় তাদের কাছ থেকে একটি রিক্সা, একটি ১৮ ইঞ্চি লোহার তৈরী কাটারসহ অন্যান্য সরঞ্জমাদি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত উজ্জল হাওলাদারের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর এবং গোয়ালন্দ ঘাট থানায় পৃথক তিনটি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত ৭ই অক্টোবর দিনগত গভীর রাত পুলিশ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। রাত পৌনে ৩টার দিকে তিনি নিজেই পুলিশের একটি দল নিয়ে উজানচর যাওয়ার পথে পৌরসভার বাহাদুরপুর কালুর মোড় এলাকায় পৌছলে একটি রিক্সা দেখে তাদের সন্দেহ হয়। এতো রাতে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করা মাত্র রিক্সা থেকে নেমেই একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় অপর ২জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে রিক্সার সিটের নিচ থেকে ১৮ ইঞ্চি লম্বা লোহার নতুন একটি বড় কাটার, তালা খোলার বিভিন্ন সরঞ্জমাদি ও তিনটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।
ওসি বলেন, এসব সরঞ্জমাদি বিভিন্ন বাসা বাড়ীর তালা ও টিন কাটায় ব্যবহার করা হতো। থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পিসিপিআরে উজ্জল হাওলাদারের নামে তিনটি চুরি ও ডাকাতির মামলা পাওয়া যায়। তার সঙ্গী হিসেবে কাজ করতো ফেলা খাঁ। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা বাড়ীর তালা ও টিন কেটে চুরি করে আসছিল। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল ৮ই অক্টোবর তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com