পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-১০-০৮ ১৫:৪০:১৩

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৮ই অক্টোবর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

 বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী জেলেরা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এ ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সময়ে পদ্মায় ইলিশ আহরণে বিরত থাকার অঙ্গীকার করেন।

 পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ জানান, বাহাদুরপুর ইউনিয়নে ২১২ জন নিবন্ধিত জেলে আছেন। এদের মধ্যে এ পর্যায়ে ১৮১ জন ২৫ কেজি করে ভিজিএফ চাল পাচ্ছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে বাকি জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে।

 পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ রাশেদুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান খান ও বাহাদুরপুর ইউপির মেম্বার মোঃ ওয়াজেদ আলী মোল্লা ডাবলুসহ অন্যান্য ইউপি মেম্বারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com