রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল ৯ই অক্টোবর বেলা ১১টায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।
পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখালেছুর রহমানের সভাপতিত্বে ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি ও মোহাম্মদ আলী একাডেমীর সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, মাছবাড়ী জাহানারা বেগম কলেজের অধ্যক্ষ এবি এম আলমগীর মিয়া, পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, এ জেড এম শাকিল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান আলী শেখ, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, রায়নগর কামিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফর রহমান, মাজবাড়ী আলিম মাদ্রাসার নুরুল ইসলাম ও আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বিদায়ী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তারের দীর্ঘ কর্মজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এম আই কামিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আমিন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com