রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরস্থ ড. কাজী মোতাহার হোসেন কলেজে গত ৮ই অক্টোবর জ্ঞান তাপস ড. কাজী মোতাহার হোসেনের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত, হামদ-নাত, কুইজ ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ড. কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজ জিবি’র সদস্য ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান উল্লাহ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামসুর রহমান, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সরদার মোঃ কাশেদ আলী, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নার্গিস, আইসিটি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক কাজী আব্দুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন কৃতি ছাত্র হাসিদুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।
উল্লেখ্য, প্রখ্যাত পরিসংখ্যানবিদ, অনুবাদক, সাহিত্যিক ও দাবাড়ু জ্ঞান তাপস ড. কাজী মোতাহার হোসেনের জন্ম ১৮৯৭ সালের ৩০শে জুলাই এবং মৃত্যু ১৯৮১ সালের ৯ই অক্টোবর। কলেজ ছুটিতে পড়ার কারণে একদিন আগে ৮ই অক্টোবর কর্মসূচি পালন করে কলেজ কর্তৃপক্ষ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com