শান্তির্পূণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেছেন, কারো সাহস নেই দুর্গাপূজায় কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা নির্বিঘ্নে পূজার আনন্দ করুণ। আনন্দ করার পাশাপাশি একটু সচেতনও থাকবেন। আমরা যেন আনন্দের পাশাপাশি অসচেতন না হয়ে পড়ি।
শান্তির্পূণ ও আনন্দের সাথে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা শেষ করতে চাই। একটি শ্রেণি থাকবে সুযোগ নেওয়ার। আমরা সেই সুযোগ তাদেরকে দিব না।
গতকাল ১০ই অক্টোবর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সবার উদ্দেশ্যে বলেন, প্রতিটি পূজামন্ডপ যেন সিসি ক্যামেরার আওতায় থাকে সে বিষয়টি আজকে নিশ্চিত করতে হবে। পূজামন্ডপের এক কিলোমিটারের মধ্যে কোন ধরণের পাগল যেন প্রবেশ করতে না পারে। গুরুত্বর্পূণ জনবহুল সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখবেন। আমাদের মা-বোনেরা রাতদিন যেন নির্বিঘ্নে ঘুরাফেরা করতে পারে সে দিকটি খেয়াল রাখবেন। তারা যেন ইভটিজিংয়ের শিকার না হন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান। এ সময় রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার মোহাম্মদ মাহমুদ রেজা, বালিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা, পূজা উদযাপন পরিষদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক হরসিত ঘোষসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও পূজামন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে তিনি বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশান পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান ।
উল্লেখ্য, এ বছর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৪৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com