রাজবাড়ীতে সব ধরণের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে বিরাজ করছে এ পরিস্থিতি। এতে হতদরিদ্ররা তো বটেই মধ্যবিত্ত মানুষও পড়েছে বিপদে।
গতকাল ১০ই অক্টোবর দুপুরে রাজবাড়ী বড় বাজারের খুচড়া বাজার ঘুড়ে দেখা যায়, প্রতি কেজি আলু ৫৫টাকা, মরিচ ৩৬০ টাকা, শশা ৬০ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ১১০টাকা, কুমড়া ৬০টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকা, কঁচুমুখী ৭০ টাকা, বাধা কপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, বেগুন ৯০ টাকা, লাফা বেগুন ১২০ টাকা, উছতা ৯০টাকা, পটল ৮০ টাকা ঢ়্যাঁড়শ ৮০ টাকা, পেঁপে ৪০টাকা, রসুন ২২০ টাকা ও আঁদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মাঝারি লাউ ৭০টাকা, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, কাঁচা কলা ২৫টাকা হালি বিক্রি হচ্ছে।
শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা সঞ্জয় কুন্ডু বলেন, ৪দিন আগে কাঁচা বাজার করে নিয়ে গেছি আজ আবার বাজার করতে এসেছি। এসে দাম যা দেখছি, কিছুই কেনার উপায় নেই। আলু আর পেঁপে বাদে কোন সবজির দাম ৭০ টাকার নিচে নেই। এভাবে দাম বাড়তে থাকলে চলা খুবই কষ্ট হয়ে যাবে। বাজার করে নিয়ে কত টাকা দিয়ে বাজার করেছি বাসাই বললে কেও বিশ্বাস করে না। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার।
দাদশী ইউনিয়নের বাসিন্দা আকরাম ইসলাম বলেন, আমি নিজে কৃষক। আজ ২৫০গ্রাম মরিচ কিনে যাচ্ছি ৯০ টাকা দিয়ে। প্রতিটা সবজির দাম অনেক বেড়েছে। বৃষ্টি বেশি হলে ফসলের অনেক ক্ষতি হয়।
রাজবাড়ী বাজারের খুচরা তরকারী বিক্রেতা ইমন বলেন, বৃষ্টিতে সবজির আমদানি অনেক কম। এদিকে পূজা হচ্ছে প্রতিটা মন্দিরেও অনেক সবজির প্রয়োজন হচ্ছে। সবদিক মিলিয়ে সবজির দাম অনেক বেড়েছে। দাম বাড়ার কারণে বেচাকেনাও অনেক সমস্যা হচ্ছে। যে ১ কেজি কিনতো সে এখন ৫০০ গ্রাম নিচ্ছে। আমরা যেভাবে কিনবো সেভাবে বিক্রি করবো। তবে দাম কমে আসবে।
এদিকে খুচরা দোকানে ডিম বিক্রি হচ্ছে প্রতিহালি ৫৫ থেকে ৬০ টাকা। খুচরা দোকানদার গোঁরচাদ বলেন, ডিম ৩৯০ টাকা ট্রে কিনে এনেছি। আমি হালি ৫৫ টাকা বিক্রি করছি আবার কেউ ১পিছ নিলে ১৫ টাকা বিক্রি করছি।
বিসমিল্লাহ ডিম আড়ৎ এর মালিক হাবিব উল্লাহ বলেন, ব্রয়লারের ডিম ৩৮০-৪০০ টাকা ট্রে বিক্রি করছি। ডিমের আমদানি কম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, আমরা শুক্রবার ছাড়া প্রতিদিনই বাজার তদারকি করছি। মরিচসহ অন্যান্য সবজি বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। অসময়ে বৃষ্টি আর অতিরিক্ত খড়াতে মরিচ গাছের সমস্যা হয়। অতিরিক্ত বৃষ্টিতে মরিচ গাছের গোড়া পঁচে যায়। এছাড়া বিভিন্ন স্থানে বন্যার কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে এজন্য প্রতি বছরের তুলনায় এবছরে সবজির উৎপাদন কম। যে কারণে দাম বৃদ্ধি পেয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com