রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা

মীর সামসুজ্জামান || ২০২৪-১০-১০ ১৫:০৩:৩৭

image

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ১০ই অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ীর জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার মোহাম্মদ মাহমুদ রেজা, পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, ক্যাপ্টেন মোঃ এনামুল হাসান, ক্যাপ্টেন সানজিদ আহমেদ, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ, জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা কমিটির দপ্তর সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপস ও সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন, প্রত্যেকটি মন্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায় থাকতে হবে। কোনভাবেই এটা অবহেলা করা যাবে না। প্রতিটি মন্ডপে স্ব স্ব কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এই সব স্বেচ্ছাসেবকরা ২৪ ঘন্টা শিফটিং করে দায়িত্ব পালন করবে। পূজামন্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে থাকতে হবে।

 এছাড়াও কিছু উঠতি বয়সী তরুণ যুবকরা এ সময় বেপরোয়াভাবে মোটর সাইকেল চালিয়ে থাকে। এজন্য পুলিশকে চেকপোস্ট বসাতে হবে। মা-বোনরা যাতে নির্বিঘ্নে পূজামন্ডপে যেতে পারে এবং তারা ইভটিজিং এর শিকার না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসনকে খেয়াল রাখতে হবে। ফায়ার সার্ভিসকে এলার্ট থাকতে হবে। প্রতিমা বিসর্জনের সময় ঘাটে ডুবুরি দল থাকবে। পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

 মতবনিময় সভায় তিনি সকলের উদ্দেশ্য বলেন, পূজামন্ডপের এক কিলোমিটারের মধ্যে কোন ধরণের পাগল যেন প্রবেশ করতে না পারে। গুরুত্বর্পূণ জনবহুল সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে হবে। 

 পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান আরো বলেন, শান্তির্পূণভাবে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কারো সাহস নেই দুর্গাপূজায় কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার। আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনারা নির্বিঘ্নে পূজার আনন্দ করুণ। আনন্দ করার পাশাপাশি একটু সচেতনও থাকবেন। আমরা যেন আনন্দের পাশাপাশি অসচেতন না হয়ে পড়ি। শান্তির্পূণ ও আনন্দের সাথে নির্বিঘ্নে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ করতে চাই। একটি শ্রেণি থাকবে সুযোগ নেওয়ার। আমরা সেই সুযোগ তাদেরকে দিবনা।

 মতবিনিময় সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান রাজবাড়ী শহরের নতুন হরিসভার রাধা গোবিন্দ জিউর মন্দির ও বড়পুল হরিতলা মন্দির পরিদর্শন করেন।

 এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান রাজবাড়ী জেলার কালুখালী, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার বিভিন্নস্থানের পূজামন্ডপ পরিদর্শন এবং আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

 উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলায় মোট ৪৪১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজবাড়ী সদর ও পৌরসভায় ১১০টি, গোয়ালন্দ উপজেলায় ২৬টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৭ টি, পাংশায় উপজেলায় ১০১টি ও কালুখালী উপজেলায় ৫৭টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com