বালিয়াকান্দিতে ধ্বসে পড়েছে গ্রামীণ সড়ক দ্রুত সংস্কার না করলে বাড়বে জনভোগান্তি

সোহেল মিয়া || ২০২৪-১০-১১ ১৫:০৬:৪১

image

টানা কয়েক দিনের অতি বৃষ্টির কারণে ধ্বসে পড়ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি সড়ক। 

 সড়কের পাশে পুকুর, খাল ও নদী থাকায় ওই সব এলাকায় এ ধসের সৃষ্টি হয়েছে। দ্রুতই সড়কগুলো সংস্কারের উদ্যোগ না নিলে যে কোন মুহুর্তে চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এরই মধ্যে সড়কটি ধ্বসে যাওয়ার বিষয়টি মৌখিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন এলাকাবাসী।

 আমতলা বাজার হতে দক্ষিণ বালিযাকান্দি সড়ক, বালিয়াকান্দির নারুয়া ও নবাবপুরের রসুলপুর মাদরাসা সংলগ্ন সড়কটিও অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল সড়ক জরুরী ভিত্তিতে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার রাহাত ফেরদৌস।

 সরেজমিন আমতলা বাজারে গিয়ে দেখা যায়, আমতলা বাজার হতে দক্ষিণ বালিযাকান্দির গ্রামীণ সড়কটির পাশ দিয়ে বয়ে চলেছে সরু একটি খাল। অতি বৃষ্টির কারণে সড়কের পানি গড়িয়ে পড়ছে পাশের একটি সরু খালে। সড়ক থেকে পানি খালে গড়িয়ে পড়ায় সড়কটি ভেঙে খালের মধ্যে চলে যাচ্ছে। এরই মধ্যে সড়কটির প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫ থেকে ৭ জায়গায় ধ্বসে গেছে। কোথাও আবার পাকা সড়কটির কিছু অংশ ভেঙে গেছে।

 জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন ডুমাইন, সাধুখালী, ঢোলজানি, ঘুরঘুরিয়া, মহারাজপুর, অভয়নগর ও বকচরসহ প্রায় ১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এ অঞ্চলের মানুষ কৃষিনির্ভর। তাদের উৎপাদিত কৃষিপণ্য বালিয়াকান্দি বাজারে নেওয়ার জন্য এই সড়কটি তারা ব্যবহার করেন। এ সকল অঞ্চলের ফসল বাজারজাতকরণের জন্য এই সড়কটিই তাদের কাছে সহজ হয়। 

 অন্যদিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের খাটিয়াগাড়া এলাকায় চত্রা নদীতে ধসে গেছে প্রায় ৩০০ ফুট সড়ক। এছাড়া এই সড়কের গাড়াকোলা, শালমারা, বাহিরচরসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে পুকুর থাকায় সড়ক ধ্বসে গেছে। 

 বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন জানান, কয়েকদিনের তুমুল বৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন জায়গাতে ধ্বসে গেছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ যাতায়াত করে থাকেন। যেভাবে সড়কটি ভেঙে পাশের খালের মধ্যে চলে যাচ্ছে তাতে তারা চিন্তিত। সড়কটি দিয়ে যদি যাতায়াত বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার কৃষক বিপাকে পড়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সড়কটির গুরুত্ব তুলে ধরে সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন বলেও তিনি জানান।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, আমতলা এলাকা থেকে বেশ কয়েকজন বাসিন্দা তার দপ্তরে এসেছিলেন। সড়কটি যাতে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় সে জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে অবগত করেছেন। 

 উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার রাহাত ফেরদৌস জানান, শুধু আমতলা বাজার হতে দক্ষিণ বালিয়াকান্দি সড়কটিই নয়, উপজেলার আরো বেশ কয়েকটি গ্রামীণ পাকা সড়ক অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া সব কয়টি সড়কই তিনি পরিদর্শন করেছেন। সড়কগুলো জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য তার দপ্তর থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব দ্রুতই সড়কগুলো সংস্কার করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com