রাজবাড়ী শহরের ও গেয়ালন্দ উপজেলা এলাকার কয়েকটি দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন জেলা বিএনপির খৈয়ম গ্রুপের নেতৃবৃন্দ।
গতকাল ১২ই অক্টোবর সন্ধ্যার পর তারা পৌর এলাকার বড়পুল হরিতলা মন্দির, সজ্জনকান্দা মধ্যপাড়া সার্বজনীন মন্দির, টিএন্ডটি পাড়া সার্বজনীন মন্দির, টিএন্ডটি পাড়া জমিদার বাড়ী সার্বজনীন মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য মোঃ রকিবুল ইসলাম ফারুক, সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাওসার আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের নেতা খায়রুজ্জামান খায়রু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন খান, সদর থানা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক আলী খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অশোক কুমার সরকার, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দিরের মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের সার্বিক বিষয়ে তাদের খোঁজ খবর নেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com