গোয়ালন্দে ইলিশ রক্ষায় জেলেদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-১০-১২ ১৫:৫৫:১৬

image

 আজ ১৩ই অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত ২২দিনের জন্য মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এ সময়ের মধ্যে নদীতে ইলিশসহ সকল ধরণের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

 এ বিষয়ে সচেতনতা বাড়াতে গতকাল ১২ই অক্টোবর বিকেলে পদ্মা নদীর তীরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের সহযোগিতায় সরকার চাল দিয়েছে। আমরা টাস্কফোর্সের টিম মাঠে সক্রিয় থাকবে। সেনাবাহিনীও আমাদের সহযোগিতায় মাঠে থাকবে। জেলে, আড়ৎদার, ক্রেতা, বিক্রেতাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বনিম্ন ১বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে। এ ক্ষেত্রে প্রশাসনের কারো মধ্যেও যদি দায়িত্ব পালনে শিথিলতা দেখান, তাকেও ছাড় দেয়া হবে না। মৌসুমী জেলেরা এ অভিযানে একটা বড় প্রতিবন্ধকতা। আশপাশের পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের জেলা-উপজেলা হতে আসা জেলেদেরকেও প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে কোন অজুহাত শোনা হবে না।

 এ সময় তিনি মা ইলিশ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 জেলে নেতা আসলাম মোল্লা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে তাদের নিবন্ধিত কোন জেলে নদীতে মাছ শিকারে নামবে না। এ আইন অমান্য করে মৌসুমি জেলেরা। তাদের বেশিরভাগই গোয়ালন্দ ছাড়াও আশপাশ এলাকার থেকে আসে।

 সভায় অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ছগির মিয়া, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ ইছাক সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com