গোয়ালন্দের দেবগ্রামে ভাঙন কবলিত স্থানে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ

মইনুল হক মৃধা || ২০২৪-১০-১৪ ১৫:২৮:১১

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজারের কাওয়ালজানি এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর সার্বিক সহযোগিতায় ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।

 গতকাল ১৪ই অক্টোবর বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বালুভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন।

 এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী ও স্থানীয় এলাকার তরুণ সমাজসেবক মোঃ জামাল মুন্সি প্রমুখ ছিলেন। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দেবগ্রামের মুন্সি বাজারে পদ্মার ভায়াবহ ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানালে তাদের প্রসেসিং করতে সময় লাগবে বলে জানান। ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে আমি বালুর বস্তা ক্রয় করে দিয়েছি। আজ থেকে ৫০০ বালুভর্তি বস্তা ভাঙন স্থানে ফেলা হচ্ছে। 

 তিনি আরও বলেন, কয়েকদিনের মধ্যেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করবেন।

 উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়ন মুন্সি ও কাউলজানি এলাকায় গত ১০দিনে অন্তত শতাধিক কৃষি জমি ও ৪টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যেই ১০টি পরিবারের ঘরবাড়ী ভেঙ্গে অন্যত্র সরে গেছে। এ নিয়ে গত ৭ই অক্টোবর ভাঙন কবলিত এলাকাবাসী মিলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে ভাঙন প্রতিরোধে মানববন্ধন করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com