অতি বৃষ্টিতে মাঠের ফসল রক্ষার্থে রাজবাড়ী শহরের ভবানীপুর ও সজ্জনকান্দা ব্যাংকপাড়ার মাঠের পানি দ্রুত নিষ্কাশনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি।
গতকাল ১৫ই অক্টোবর সকালে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী পৌর শাখার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আমতলায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।
তিনি বলেন, জেলা প্রশাসক স্মারকলিপি নিয়ে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এ সময় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য ও বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা সহ-সভাপতি নায়েব আলী ও গোলাম মোস্তফাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com