দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা আঁখি গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২৪-১০-১৬ ১৫:২৩:৫৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শহীদ মিনার এলাকা থেকে গত ১৫ই অক্টোবর ৩০ পুরিয়া হেরোইনসহ আঁখি(২৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। 

 গ্রেফতারকৃত আঁখি খুলনা জেলার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের সুরুজ মুন্সির স্ত্রী। 

 গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আঁখি মাদক জোন হিসেবে পরিচিত দৌলতদিয়া যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটা নামক এলাকায় জনৈক ভানুর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিল। 

 গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই অক্টোবর সন্ধ্যা পৌনে  ৭টার দিকে পোড়াভিটার পাশে দৌলতদিয়া শহীদ মিনার এলাকা হতে ৩০ পুরিয়া হেরোইনসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই অক্টোবর আঁখিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com