সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি স্পোকেন কোর্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সুজন কুমার বিষ্ণু || ২০২৪-১০-১৯ ১৪:৫৯:১০

image

 রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় মেডিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর সকালে সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি স্পোকেন কোর্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

 ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রবাসী আকবর খান বক্তব্য রাখেন। 

 অন্যান্যের মধ্যে আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম মোল্লা, মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম রাজু, বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদ, রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এডভাইজার মাসুদ রানা রশিদ, ছাত্রদল নেতা ওমর ফারুক, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার সুজন কুমার বিষ্ণু, প্রতিষ্ঠানের মালিক মহসীন মৃধা, স্পোকেন ইংলিশের স্পিকার রাজু আহম্মেদ ও মেডিকেয়ার হেলথ্ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট লিট ট্রেইনার মোঃ ওবায়দুল্লাহ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সঞ্চালনা করে ইনস্টিটিউটের লিট ট্রেইনার ইশরাত তানিয়া। প্রশিক্ষণ কোর্সের মিডিয়া পার্টনার ছিল স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী সার্কেল। 

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকবর খান বলেন, রাজবাড়ী সার্কেলের মিডিয়া পার্টনারে ফ্রি ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই ইংরেজি ভাষা পৃথিবীর যেকোন জায়গাতে যাই না কেন সেখানেই গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজেই ইংরেজিটা দরকার হয়। এমন উদ্যোগ নেওয়ার জন্য আমি রাজবাড়ী মেডিকেয়ার হেলথ্ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা শিক্ষার্থী আছো আমি তোমাদেরকে বলবো পড়াশোনার পাশাপাশি ভালো একটি সংগঠনের সাথে যুক্ত থাকবা। সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করবা। তোমরা সবকিছুই পারবে। তোমাদের কাছেই আমাদের আশা, তোমাদের কাছে আমাদের দাবী। তোমরা পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সমাজসেবাও করবে। মানুষের পাশে দাঁড়াবে। মানুষকে সেবা করলে তোমাকে অটোমেটিক সবাই চিনবে। রক্তদান হোক, সমাজের যেকোন কাজে পাশে দাঁড়ালে, প্রতিবেশীর বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ালে সবাই ভালোবাসবে। সবার মুখে তোমার নাম থাকবে। শিক্ষার কোন শেষ নেই। আজ এখানের কোর্স শেষ করে সার্টিফিকেট নিয়ে বাড়ী রেখে দিবা আর চর্চা করবা না। তাহলে এই শেখার কোন কাজে আসবে না। প্রতিনিয়ত চর্চা করতে হবে। তাহলে তুমি সফল হবে।

 আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com