রাজবাড়ীতে জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১০-২৬ ১৫:৩৩:০৮

image

রাজবাড়ীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার কর্মী সভা গতকাল ২৬শে অক্টোবর বিকেলে সজ্জনকান্দায় বিএনপি নেতা ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর করিম মজুমদার।

 জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান সান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিআইডিব্লিউটিসির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও উত্তরা ব্যাংক সিবিএ সভাপতি মোঃ মোসলেম উদ্দিন বক্তব্য রাখেন।

 কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রইস উদ্দিন ডিউক, যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদের আহ্বায়ক আইয়ুবুর রহমান, রাজবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি হারুনুর রশিদ, বালিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল, কালুখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কুদ্দুস মিয়া, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কাশেম, রাজবাড়ী সদরের সভাপতি লালন শেখ, হকার্স দলের সভাপতি আব্দুস সাত্তার, জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মজিদ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com