রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৬জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল ২৬শে অক্টোবর দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত ৬জন নারী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
লাইলী নামের একজন বলেন, আমার আম্মু ৫ দিন ধরে অসুস্থ ছিল, অনেক জ্বর ছিল। তারপর ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে। এরপর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ৫দিন চিকিৎসার পর এখন সে সুস্থ, আজ চলে যাবো।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়া তাবাসুমের মা বলেন, আমার মেয়ের জ্বর ছিল কয়েকদিন। জ্বর না কমার কারণে ডক্টর ডেঙ্গু টেস্ট করতে বলে। এরপর সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরীক্ষা করানোর পর ডেঙ্গু পজিটিভ আসে। গত ২৫শে অক্টোবর বিকেলে সদর হাসপাতালে ভর্তি করি। এখন অনেকটা সুস্থ হয়েছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান বলেন, সারা দেশের ন্যায় আমাদের রাজবাড়ী জেলাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বছরের অন্যান্য সময়ের তুলনায় একটু বাড়ছে। গড়ে প্রতিদিন রাজবাড়ী সদর হাসপাতালে ৬ থেকে ৮জন রোগী ভর্তি থাকে। এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বছরের সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। কারণ এসময়ে বৃষ্টিতে বিভিন্ন স্থানে অনেকদিন পানি জমে থাকায় পানিতে মশার বংশ বৃদ্ধি পায়।
তিনি বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে আসা ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তিনটি পরীক্ষার মাধ্যমে পজিটিভ হলে তাদের ভর্তি করা হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com