ব্লাড ব্যাংক উদ্বোধনসহ নানা আয়োজনে সামাজিক সংগঠন ‘গোয়ালন্দ শিশু সংসদ’-এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২৪শে অক্টোবর বেলা ১১টায় গোয়ালন্দ পৌরসভার হলরুমে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস ও প্রেশার নির্ণয় করা হয়।
গোয়ালন্দ শিশু সংসদের সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসানের সঞ্চালনায় এবং সাবিত বিন রাসেলের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ শিশু সংসদের উপদেষ্টা ইঞ্জিঃ সোহেল রানা, শামছুল হক, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা স্মৃতি ইসলাম ও পাভেল রহমান, গোয়ালন্দ শিশু সংসদের সহ-সভাপতি জোবায়ের হোসেন লিমন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’। ক্যাম্পেইন কার্যক্রমে ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, শফিক মন্ডল, কলিন্স পাথ সহ অন্যন্যা সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com