বিগত ২০০৬ সালে ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে রাজবাড়ী জেলার কালুখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে অক্টোবর বিকেলে কালুখালী উপজেলার জামায়াতে ইসলামীর আয়োজনে রতনদিয়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে মাওলানা মোঃ রায়হান কবীর কুতুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ রব, সমাজ সেবক হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম ও জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা পল্টন ট্রাজেডি ঘটনার নানা স্মৃতিচারণ ও ঘটনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডির নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী কালুখালী উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com