পাংশায় শারদীয় দুর্গাপূজায় আনন্দঘন পরিবেশে মন্দিরে মহাঅষ্টমী পালিত

মোক্তার হোসেন || ২০২০-১০-২৪ ১৪:২২:৩৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় চলমান শারদীয় দুর্গাপূজায় গতকাল শনিবার ২৪শে অক্টোবর মহা অষ্টমী পালিত হয়েছে।
  জানা যায়, দেবী পূজার ষষ্ঠী থেকে দশমী, তার মধ্যে মহা ধুমধামে পালিত হয় মহা অষ্টমী পূজা। সন্ধিপূজা, কালীপূজাসহ নারী জাতিকে সম্মান জানিয়ে মায়ের সাকার উপসনার জন্য কুমারী পূজা করা হয়। কিন্তু এবারে বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে জনসমাগম রোধে কুমারী পূজা না করে মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা এবং সন্ধি পূজার আয়োজন করা হয়। মহা অষ্টমীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ মন্দিরে মঙ্গল কামনা করে অঞ্জলী দেন। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করে। এতে করে পূজা মন্ডপে জাগরণ সৃষ্টি হয়।
  সূত্রমতে, পাংশা পৌরসভা এলাকার মধ্যে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির, ভাই ভাই সংঘ পূজা মন্দির, কিশোর সংঘ পূজা মন্দির, দত্তপাড়া কল্যাণ সংঘ পূজা মন্দির, মহামায়া ভোলানাথ মন্দির, নারায়নপুর দক্ষিণপাড়া শিব যুব সংঘ, নবারুন সংঘ পূজা মন্দির, মাগুড়াডাঙ্গী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, মাগুড়াডাঙ্গী পশ্চিমপাড়া দুর্গা মন্দির, হেমাঙ্গিনী মাতৃমন্দির, যুব মিলন সংঘ পূজা মন্দির, মৃগীডাঙ্গা পূজা মন্দির, পারনারায়নপুর প্রগতি সংঘ পূজা মন্দির, আদর্শ সংঘ পূজা মন্দির, চরমৌদিপুর পূজা মন্দির, মৌকুড়ী সার্বজনীন দুর্গা পূজা মন্দির, মৈশালা স্কুলপাড়া শিব মন্দির, মৈশালা কর্মকারপাড়া নব কিশোর সংঘ, বাংলাপাড়া পূজা মন্দির, মৈশালা সার্বজনীন মাতৃমন্দির, গীতাঞ্জলী সংঘ মন্দির ও ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বাহাদুরপুর ইউনিয়নের মধ্যে সেনগ্রাম সাহাপাড়া পূজা মন্দির, সেনগ্রাম ঘোষপাড়া পূজা মন্দির, পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, মালিপাড়া সার্বজনীন পূজা মন্দির ও সেনগ্রাম ঘোষপাড়া প্রতিমা মন্দির, হাবাসপুর ইউনিয়নের মধ্যে হাবাসপুর মধ্যপাড়া পূজা মন্দির, সাহাপাড়া দুর্গা মন্দির, হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দির অঙ্গন ও হাবাসপুর সেবাশ্রম সার্বজনীন দুর্গা মন্দির, বাবুপাড়া ইউনিয়ন এলাকায় ভট্টাচার্য পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, দয়রামপুর সার্বজনীন দুর্গা মন্দির ও বাবুপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, মাছপাড়া ইউনিয়ন এলাকায় মাছপাড়া হাইস্কুল সার্বজনীন দুর্গা মন্দির, রামকোল উত্তরপাড়া পূজা মন্দির, রামকোল দক্ষিণপাড়া পূজা মন্দির, নব সংঘ পূজা মন্দির, লক্ষèণদিয়া পূজা মন্দির, মেঘনা পূজা মন্দির ও মথুরাপুর পূজা মন্দির, কলিমহর ইউনিয়ন এলাকার মধ্যে হাটবনগ্রাম সার্বজনীন পূজা মন্দির, হোসেনডাঙ্গা মধ্যপাড়া পূজা মন্দির, হাটবনগ্রাম পশ্চিমপাড়া পূজা মন্দির, হোসেনডাঙ্গা পশ্চিম চরপাড়া পূজা মন্দির, হাটবনগ্রাম পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, মাশালিয়া পূজা মন্দির, সাজুরিয়া ঠাকুরপাড়া পূজা মন্দির, হোসেনডাঙ্গা চরপাড়া পূর্ব সার্বজনীন দুর্গা মন্দির ও হাটবনগ্রাম পশ্চিমপাড়া দুর্গা মন্দির, সরিষা ইউনিয়ন এলাকায় বাগলী সার্বজনীন দুর্গা মন্দির, পিরালীপাড়া পূজা মন্দির, জাগির বাগলী দুর্গা পূজা মন্দির, বাজেয়াপ্ত বাগলী পূজা মন্দির, আন্দুলিয়া মাঝিপাড়া পূজা মন্দির, বিত্তিডাঙ্গা বাজার পূূজা মন্দির, সেনবাড়ী পূজা মন্দির, সিকদারবাড়ী পূজা মন্দির, নাওরা বনগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব পিরালীপাড়া সার্বজনীন পূজা মন্দির, আন্দুলিয়া পশ্চিমপাড়া পূজা মন্দির, নাওরা বনগ্রাম দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দির, বড়বনগ্রাম সার্বজনীন পূজা মন্দির ও বিত্তিডাঙ্গা দুলাল সাপুরের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, কসবামাজাইল ইউনিয়ন এলাকায় সুবর্ণকোলা পূজা মন্দির, বিশ্বাসবাড়ী পূজা মন্দির, শৈলেন মাস্টারের বাড়ী পূজা মন্দির, সাধনা পূজা মন্দির, কুঠিমালিয়াট শিকদার বাড়ী পূজা মন্দির, কুঠিমালিয়াট পূজা মন্দির, নাদুরিয়া দত্তপাড়া পূজা মন্দির, সুবর্ণকোলা নতুন দুর্গা মন্দির, পাঁচবাড়ীয়া অনির্বাণ যুবসংঘ পূজা মন্দির, দীঘলহাট সার্বজনীন পূজা মন্দির, মুন্সীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও কুঠিমালিয়াট পশ্চিমপাড়া সার্বজনীন পূজা মন্দির, পাট্টা ইউনিয়ন এলাকার মধ্যে বিলজোনা বিশ্বাসবাড়ী পূজা মন্দির, শিবরঞ্জনবাড়ী পূজা মন্দির, জোনা সার্বজনীন পূজা মন্দির, পাট্টা সার্বজনীন মন্দির, বিলজোনা সার্বজনীন পূজা মন্দির, বিলজোনা সাবেক সার্বজনীন পূজা মন্দির, নিভা রতন মন্ডলের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, কুন্ডুবাড়ী সার্বজনীন পূজা মন্দির, মাদুলিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও জোনা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির, মৌরাট ইউনিয়ন এলাকার মধ্যে মৌরাট সার্বজনীন পূজা মন্দির, মালঞ্চী পূজা মন্দির, ঘোষবাড়ী পূজা মন্দির, ধুলিয়াট সার্বজনীন পূজা মন্দির, বড় চৌবাড়ীয়া পূজা মন্দির ও বাগদুলী সার্বজনীন দুর্গা মন্দির এবং যশাই ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সমশপুর সার্বজনীন দুর্গা মন্দিরে সর্বমোট ৯৩টি মন্দিরে শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার মহাঅষ্টমীতে পূজামন্ডপে আনন্দঘন পরিবেশ দেখা যায়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com