বালিয়াকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ-বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার || ২০২৪-১০-২৮ ১৫:১২:০৩

image

বিগত ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে গতকাল ২৮শে অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 
 বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত গণসমাবেশে জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী, বালিয়াকান্দি জামায়াতের সহকারী সেক্রেটারী মিরাজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন ও ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ বক্তব্য রাখেন।
 গণসমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com