“সংস্কৃতির সংগ্রামের দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল ২৯শে অক্টোবর বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন উদীচী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের মিলনায়তেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা।
অনুষ্ঠানে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, জেলা উদীচীর সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ ও সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, উদীচী একটি আদর্শিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। উদীচী পথভ্রষ্ট মানুষদের পথ দেখায়। প্রতিষ্ঠালগ্ন থেকেইে উদীচী সকল প্রকার অন্যায় ও শোষনের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশের সকল ক্লান্তিময় সময়ে উদীচী রাজপথে ছিলো। এখনও আছে। বাংলাদেশকে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হলে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে। উদীচী সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাবে।
আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com