রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ১ম দিনের ইভেন্ট অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান || ২০২৪-১০-২৯ ১৫:৪৮:০৬

image

রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য গতকাল ২৯শে অক্টোবর সকালে পুলিশ লাইন্সে মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
 পুলিশ সুপার টিআরসি প্রার্থী এবং তাদের অভিভাবকগণের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। বিধায় পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সর্তক থাকার জন্য আহ্বান জানান। 
 এ সময় নিয়োগ কার্যক্রমে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার(এসপি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারসের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) লুতফুল কবীর চন্দন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশীদ, রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com