রাজবাড়ীর ১নং বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার রায়ে পাংশার সন্ত্রাসী আলমের যাবজ্জীবন

সুজন কুমার বিষ্ণু || ২০২৪-১০-২৯ ১৫:৪৯:৪৯

image

 রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন গতকাল ২৯শে অক্টোবর অস্ত্র মামলার রায়ে সন্ত্রাসী আলম মন্ডল (৪২)কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
 দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আলম মন্ডল(৪০)। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান মন্ডলের ছেলে। রায় ঘোষণাকালে আদালতে আসামী আলম মন্ডল অনুপস্থিত ছিল।
 মামলা সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ই সেপ্টেম্বর ভোর ৫টা ২৫ মিনিটের দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সেকেন্দার হোসেন, এস.আই রাম প্রসাদ, এস.আই নুরুল আমিন, এএসআই মাসুদুল ইসলাম, এএসআই মুকুল মোল্লা ও এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে আলমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করে। এ ব্যাপারে পাংশা থানার এএসআই মোঃ মাসুদুল ইসলাম বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। 
 আদালতে দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) এবং ১৯(এফ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আলম মন্ডলকে ১৯(এ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। 
 রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট মোঃ উজির আলী শেখ বলেন, আলম মন্ডলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
 উল্লেখ্য, দন্ডিত আলম মন্ডলের বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরি মামলাসহ ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com