রাজবাড়ী শহরের আজাদী ময়দানে গত ২৯শে অক্টোবর রাতে তুরাগ ও বাবু স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সাইলেন্ট কিলার টিমকে হারিয়ে জেন্টাল বয়েজ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
জানা গেছে, এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৭হাজার টাকা ও রানার্সআপ দলকে সাড়ে ৩হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি মোঃ হীরা শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, খেলোয়ার আছিফ তানজিল রোমিওসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমি যত দিন বেঁচে আছি প্রতি বছর এই খেলার আয়োজন করবো।
উল্লেখ্য, তুরাগ ২০২০ এবং বাবু ২০২২ সালে মারা যান। তাদের স্মৃতিকে ধরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com