রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদী কারাদন্ড ও ১৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
এ সময় জব্দকৃত ১ লাখ ১৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় দান করা হয়।
গতকাল ৩০শে অক্টোবর সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযানে উক্ত জেলেদের আটক ও উল্লেখিত জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, এ অভিযানে মোবাইল কোর্ট অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৮জন জেলেকে বিভিন্ন মেয়াদী বিনাশ্রম কারাদন্ড ও ১৩ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও জব্দকৃত ১ লাখ ১৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ৯০ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগসহ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেলেরা নদীতে নামলেই তাদের নিয়মিত জেল জরিমানা করা হচ্ছে। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত আমাদের এই অভিযান চলবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯শে অক্টোবর জেলায় অভিযান পরিচালনা করে ১৬ জন জেলেকে আটক করে তাদের মোবাইল কোর্ট বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে। এ সময় ৩৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় দেওয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com