রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ে আলোচিত ছাত্রদল নেতা ফারুক হত্যা মামলার প্রধান আসামী রিপন ফকির(২৮) ও তার আপন সহোদর মমিন ফকির (২৬)কে পুলিশ গ্রেফতার করেছে।
গত ৩০শে অক্টোবর রাত ১০টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরী ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার রমজান ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর রিপন ফকিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রিপন ফকির জানায় পূর্ব থেকে মাটির ব্যবসা নিয়ে ফারুকের সাথে তার বিরোধ ছিলো।
এছাড়া সোহরাব মন্ডল পাড়ার আক্কাস আলী হাই স্কুলে এলাকার সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ফুটবল খেলায় প্রতিযোগিতা হয়। ওই খেলায় আসামী রিপন ফকির ফারুক সরদারকে নিমন্ত্রণ না করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই ফুটবল খেলায় খরচের টাকা উত্তোলনের জন্য খেলোয়ারাসহ উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। সে বিষয়েও আসামী রিপন ও ফারুক সরদারের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় উভয় পক্ষের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনসহ সমাধানের চেষ্টা করে। গত ১২ই অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে ফারুক সরদার ১৫/২০জন বন্ধুসহ রিপন ফকিরের দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে থাকা দোকানে আক্রমন করে। এ সময় রিপন ফকির কোন উপায়ান্তর না পেয়ে তার দোকানে থাকা ডাব কাটার ধারালো ছোল হাতে নিয়ে ফারুক সরদারের সাথে থাকা অপরজন আল আমিনকে কোপ দেয়। আল আমিন কোপ খেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ফারুক সরদার ও রিপন ফকিরের মধ্যে ধস্তাধস্তি হলে রিপন দোকানের সামনে থেকে ফারুক সরদারকে কুপিয়ে দৌড়ে পোড়াভিটাস্থ বাঁশের সাকুর কাছে গিয়ে রক্তাক্ত ছোল পানিতে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পলাতক হয়ে যায়।
পরে তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ডাব কাটার ছোলটি গত ৩০শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে যৌনপল্লীর লাল ভানুর বাড়ীর পাশে পুড়া ভিটার বাশের সাকোর সামনে পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব জানান, ধৃত আসামীদের গতকাল ৩১শে অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com