পাংশার সরিষা ইউনিয়নে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি

মোক্তার হোসেন || ২০২৪-১১-০১ ১৫:৪৯:২৯

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে গত ৩১শে অক্টোবর সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। সুবিধাভোগীদের মাঝে দুই লিটার ভোজ্যতেল(সয়াবিন) ২শত টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা ও পাঁচ কেজি চাল ১৫০ টাকায় বিক্রি করে সংশ্লিষ্ট ডিলার।
 জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টায় সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়। সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার ও পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সরিষা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) ফরহাদ আহমেদ, টিসিবির ডিলার আব্দুল কাদের, ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 সরিষা ইউপির প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ আহমেদ জানান, সরিষা ইউনিয়নে টিসিবির কার্ডের সংখ্যা ১হাজার ৩৬২টি। সুবিধাভোগীদের মাঝে দুই লিটার ভোজ্যতেল(সয়াবিন) ২শত টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা ও পাঁচ কেজি চাল ১৫০ টাকায় বিক্রি করে ডিলার আব্দুল কাদের ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ আব্দুল কাদের।
 ডিলার আব্দুল কাদের জানান, ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ও ট্যাগ অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম মনিটরিং করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com