রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা নভেম্বর বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাপ আলী শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহাদি হাসান মুগ্ধ ও গীতাপাঠ করেন চতুর্থ শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা মন্ডল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মামুনুর রশীদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ সেলিমের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার, অভিভাবক হাবিবুর রহমান, অভিভাবক শামীম শেখ, সহকারী শিক্ষক সীমা আক্তার, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কাজী, জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ ও অতিথিরা।
সভায় অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, পরীক্ষায় একটা শিক্ষার্থী কতটা ভালো ফলাফল করলো এরচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কতটা মানুষের মতো মানুষ হতে পারল।
তিনি বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মোবাইল আসক্তি হতে দূরে রাখতে হবে।
তিনি শিশুদের সুশিক্ষার জন্য সকল ধরণের ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে তাদেরকে বেশি বেশি সময় দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com