সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে গতকাল ২রা নভেম্বর ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সকালে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এবং উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কালুখালী উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, সমবায়ী কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, নজরুল ইসলাম ও সমবায়ী সদস্য হাফছা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যদরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরাজ বলেন, সমবায় সমিতির মাধ্যমে দেশের বেকারত্ব দূর হয়। সমবায়ীরা নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বুদ্ধি করে চললে একজন সফল সমবায়ী দশ জনকে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সেই জন্য উপজেলা সমবায় বিভাগের মাধ্যমে নানা কর্মমুখী কার্যক্রম করার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান রাখেন তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com