রাজবাড়ীতে বাপুসের অর্থ আত্মসাতকারী কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০২ ১৫:৪৫:৪৯

image

 রাজবাড়ীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক কেন্দ্রীয় এবং জেলা কমিটির অর্থ আত্মসাতকারী কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 গত ১লা নভেম্বর সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার সকল পুস্তক ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে পুস্তক ব্যবসায়ী মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, সৈয়দ মোসাদ্দেক আলী, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মোশাররফ হোসেন, মোঃ জাহিদ হাসান ও মোঃ মুরাদ আলী বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, এই সমিতির সাথে জড়িত কেন্দ্রীয় কমিটির অধিকাংশই নেতা পলাতক রয়েছেন। রাজবাড়ী জেলা সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আসলাম এবং জেলা সেক্রেটারী গাজী নজরুল ইসলাম সমিতির ২৫ লক্ষাধিক টাকা আত্মসাত করে এখন পলাতক রয়েছেন।

 বক্তারা আরও বলেন, রাজবাড়ী জেলা শাখার কর্মকর্তাগণ গত তিন বছর সমিতির কোনো হিসাব দেন নাই। জুন মাসে  সম্পাদক গাজী নজরুল ইসলাম একটি খসরা হিসাবে দেখান। সেখানে তিনি উল্লেখ করেন জেলা সমিতির কাছ থেকে ৭৪ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা দেনা আছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটির কাছে সভাপতি আব্দুস সাত্তার এবং আসলাম আলী এবং গাজী নজরুল ইসলাম সম্মলিত তিন নেতা মিলে দেখিয়েছেন ৯৮ লাখ ৫৩ হাজার ৪০০  টাকা সমিতির পাওনা আছেন। অন্যত্র একটি ভুয়া খাতে দেখিয়েছেন ইসির কাছে ধার ৮৪ লাখ ১৬ হাজার ১০০। মোট ২৫ লাখ ৭,৫৫২ টাকা আত্মসাৎ করে এখন গা ঢাকা দিয়েছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অর্থ আত্মসাৎ কারীদেরকে গ্রেফতার এবং বিচারের দাবী জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com