পাংশা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৪-১১-০২ ১৫:৪৬:৪২

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের যৌথ উদ্যোগে ‘সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ২রা নভেম্বর ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। 

 এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায় র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ আসলাম হোসেন বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে বাহাদুরপুর ইউনিয়নের অগ্রণী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ আকরাম হোসেন ও জয়কৃষ্ণপুর উত্তরপাড়া  সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার কনা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।

 প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল কৃষি, শিল্পসহ সামাজিক সর্বক্ষেত্রে সমবায় সমিতির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বারোপসহ ‘সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 পাংশা বিএডিসি বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, ওজোপাডিকোর পাংশা বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মোঃ রাকিব হাসান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও মিল্কভিটাসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com